ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

তেহরানের পূর্বাঞ্চলে পাওয়ার লাইনে অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৫ জুলাই ২০২০

আগুনে ক্ষতিগ্রস্ত পাওয়ার স্টেশন- ভয়েস অব আমেরিকা

আগুনে ক্ষতিগ্রস্ত পাওয়ার স্টেশন- ভয়েস অব আমেরিকা

Ekushey Television Ltd.

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে একটি বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

তেহরানের পুলিশ উপপ্রধান হামিদ হাদাভান্ড সংবাদ মাধ্যমকে পাওয়ার লাইনে বিস্ফোরণের কথা অস্বীকার করেন। তবে ইরানে সাম্প্রতিক সময়ে সামরিক স্থাপনা, পরমাণু প্রকল্প, তেল স্থাপনা, জ্বালানি কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান ও মিল-ফ্যাক্টরিতে দুর্ঘটনা অব্যাহত রয়েছে। এসব হামলা এখন কর্তৃপক্ষের কাছে চরম উদ্বেগের কারণ।

ইরানের পররাষ্ট্র দপ্তর জানায়, বিভিন্ন বিদেশী রাষ্ট্র সাইবার হামলায় নিয়োজিত থাকতে পারে। তবে অগ্নি -সংযোগ ও বোমা বিস্ফোরণে বিদেশী সংশ্লিষ্টতা তারা নাকচ করে দিয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি