ঢাকা, রবিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৫

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণি সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে বহু লোক হতাহত হয়েছন। এদের মধ্যে প্রায় ৩১ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের মধ্যে তিন শিশু রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতারের বরাতে এই খবর দিয়েছে এনডিটিভি। যদিও নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি। তবে সূত্রের বরাতে ৩১ জনের প্রাণহানির আশঙ্কার কথা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগমের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।

এদিকে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।

সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। জানিয়েছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা জন নায়ক সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, জন নায়ক বিজয়ের ৬৯তম সিনেমা। এ সিনেমার একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

জানা যায়, বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। এ লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়।

থালাপাতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। ক্যারিয়ারের ঝুলিতে তার রয়েছে ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি