ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

দক্ষিণ আফ্রিকায় রেকর্ড মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ১০:১৮, ২৩ জুলাই ২০২০

ধারণার চেয়েও ক্রমেই করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেই আফ্রিকার দেশটিতে সর্বোচ্চ প্রায় ৬শ জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় সংক্রমণ ৪ লাখ হতে চলেছে সেখানে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ৯৪৮ জন মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫০ জন। একই সময়ে প্রাণ গেছে ৫৭২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে। 

প্রতিনিয়ত রেকর্ড শনাক্তে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণে দেশগুলোর তালিকায় পাঁচে রয়েছে দেশটি। শীর্ষে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়া। তবে, প্রাণহানির তালিকায় অনেকটা পিছিয়ে। 

যেখানে আক্রান্ত ও মৃতের তালিকায় বাংলাদেশিরাও রয়েছেন। এমন অবস্থায় উদ্বিগ্ন প্রবাসীরা। বিনামূল্যে চিকিৎসার পরও নাগালে আনা যাচ্ছে না প্রাণহানি। 

তবে, কার্যকরি কোন ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশিয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৯ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন। 

দেশটিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা। 

এআই/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি