ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশ প্রধানদের সম্মেলন সম্পন্ন

প্রকাশিত : ১৯:৪৩, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৪৩, ১৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা জোরদার করতে ‘যৌথ ঘোষণা’র মধ্য দিয়ে শেষ হয়েছে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশ প্রধানদের তিনদিনের সম্মেলন। বিভিন্ন দেশ বেশকিছু বিষয়ে সমঝোতা স্মারক সইয়ে আগ্রহ প্রকাশ করলেও ফেসবুক কর্তৃপক্ষ রাজী হয়নি বলে জানিয়েছেন, আইজিপি শহীদুল হক। সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দাবি করেন, বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠির উপস্থিতি নেই। সম্পর্কোন্নয়ন, নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরি, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা ও সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্র তৈরির লক্ষ্য নিয়ে রোববার ঢাকায় শুরু হয় এই সম্মেলন। ১৪ দেশের পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন। সন্ত্রাস দমনে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলো ছাড়াও মধ্যে ফেসবুকসহ ৬টি আন্তর্জাতিক সংস্থাও এতে অংশ নেয়। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠি-আইএস এর তৎপরতা, হলি আর্টিজান রেস্তোঁরায় দেশীয় জঙ্গি গোষ্ঠির হামলাসহ নানা বিষয় আলোচিত হয়। মঙ্গলবার জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা জোরদারের ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে যৌথ ঘোষণাসহ  নানা বিষয় নিয়ে কথা বলেন আইজিপি। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো বিভিন্ন সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ এতে রাজী হয়নি বলে জানান, আইজিপি। সম্মেলনে ৮টি দেশের প্রতিনিধিদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বলেও জানান বাংলাদেশের পুলিশ প্রধান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি