ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণখানে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২০:৫১, ১৪ ফেব্রুয়ারি ২০২০

দক্ষিণখান থানা

দক্ষিণখান থানা

Ekushey Television Ltd.

রাজধানীর দক্ষিণখান থানার একটি বাড়ি থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কেসি স্কুলের পেছনের গলির ওই বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় এবং লাশ উদ্ধার করা হয়।

খবরটি স্থানীয়রাই জানিয়েছেন উল্লেখ করে এসআই আরও জানান, সেখানে দুই শিশু ও এক নারীর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায় নি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি