ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ৬ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়া দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৬ মার্চ) সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে এই দাবি নিয়ে মানববন্ধন করে জেলা জাসদ। 

জেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফসির। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি প্রদ্যোত নাগ, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাক আবুল কালাম নাঈম প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এতে গণতন্ত্র নড়বড়ে অবস্থায় ঠেকেছে। বিশেষ করে এই ব্যবস্থার কারণে যোগ্য ব্যক্তিদের তুলনায় অযোগ্যরাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনে অংশ নেয়। 

অবিলম্বে ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকারে দলীয় প্রতীকবিহীন নির্বাচনের দাবি জানান বক্তারা। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি