ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দশ পরিবারকে দুই কোটি টাকার আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫:৩০, ২১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চিকিৎসা ও জীবিকা নির্বাহের খরচ মেটাতে দশ পরিবারকে দুই কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে নিজের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব পরিবারের সদস্যদের হাতে মোট দুই কোটি সাত লাখ টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, সহায়তা পাওয়া দশ পরিবারের মধ্যে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা, ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্যরা রয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি