ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো আর্ট ক্যাম্প “আপন আনন্দে আঁকি”। এতে অংশ নেয় রাজধানীর বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শ’রও বেশি অটিস্টিক শিশু। বিশেষজ্ঞরা বলছেন, অটিস্টিক শিশুদের মানসিক বিকাশে চিত্রকলা একটি বড় মাধ্যম। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা। 

কাগজে পেন্সিল আর তুলি দিয়ে রঙের ছোঁয়ায় ছবি হয়ে ওঠে। এ ছবি বিশেষ এই শিশুদের চিন্তার জগতের প্রকাশ।

অটিজম সচেতনতা দিবসে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম- ইপনার আয়োজনে আর্ট ক্যাম্পে অংশ নেয়া শিশুরা রংতুলিতে প্রকাশ করে মনে ভাব।

অটিস্টিক শিশুরা কারো বোঝা নয়, বাবা মায়ের কাছে লজ্জারও নয়। বিশেষজ্ঞদের মতে, বিশেষ এ শিশুদের যত্ন নিলে হয়ে উঠতে পারে প্রতিভাবান।

পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডারের বৈশিষ্ট্য শারিরীক বৈকল্য সৃষ্টি করলেও কর্মক্ষমতা অটুট থাকে। তাই যতœ নেয়াটা জরুরী।

অটিস্টিক শিশুদের বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহবান আয়োজকদের।

আর্ট ক্যাম্পে সহযোগিতা করেছে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোইকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি