ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দাবি না মানায় আবারও ববি`র শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ববি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২৩:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পূর্ব ঘোষিত তিনদফা দাবি না মানায় ৪৮ ঘণ্টায় আল্টিমেটাম শেষে পুনরায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মশাল মিছিল করে তারা। 

এতে করে দীর্ঘ ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খয়রাবাদ সেতুর দক্ষিণপ্রান্তে ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর উত্তর দিকে আটকে পড়েছে শ'খানেক গাড়ি। এমতাবস্থায় সাধারণ মানুষ বিকল্প পথে দপদপিয়া পুরাতন ফেরীঘাটে খেয়া পাড় হয়ে চলাচল করছেন।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচতলায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, হামলায় নেতৃত্ব দেন, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক কাওছার হোসেন শিপন, বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম মানিক এবং তেল মামুন নামের একজনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অর্ধ-শতাধিক সন্ত্রাসী বাহিনী। সেদিন রাতে প্রায় অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিভিন্ন মেসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরি দিয়ে কোপ দেন রূপাতলী বিআরটিসি কাউন্টারের হেলপার রফিক। এসময় আরও এক ছাত্রীকে লাঞ্ছিত করেন রফিক ও কাউন্টারম্যান বাদল। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিআরটিসি কাউন্টার ভাঙচুর ও সড়ক অবরোধ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে রূপাতলী হাউজিংয়ের সি-ব্লকের হারুন ম্যানশন ভবনের মেসে হামলা চালায় সন্ত্রাসীরা। সেখানে অবস্থানকারী ছাত্রদের মারধর করে মারাত্মক জখম করা হয়। হামলায় ১১ শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি