ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দায়িত্ব গ্রহণ করলেন নতুন নৌবাহিনী প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৫ জুলাই ২০২০

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

Ekushey Television Ltd.

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। এর আগে তাকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। শনিবার (১৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগ ও পদোন্নতির তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহ আব্দুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৫ জুলাই (২০২০) অপরাহ্ণে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা অনুসারে ২০২৩ সালের ২৪ জুলাই অপরাহ্ন পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতিপূর্বক নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি