দিনাজপুরে গৃহপরিচারিকাসহ পীর হত্যা ঘটনায় থানায় মামলা দায়ের, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩
প্রকাশিত : ১৯:৫৩, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৭, ১৫ মার্চ ২০১৭
দিনাজপুরের বোচাগঞ্জে গৃহপরিচারিকাসহ পীর ফরহাদ হোসেন চৌধুরী হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দু’দিন পর আজ ফরহাদ হোসেনের মেয়ে মামলাটি করেন। এজাহারে অজ্ঞাত ৩ জনকে আসামী করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আরেক পীরসহ ৩ জনকে আটক করা হয়েছে।
গেলো সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জে পীর ফরহাদ হোসেন চৌধুরী ও গৃহপরিচারিকা রূপারী বেগমকে গুলি ও ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এঘটনায় বুধবার দুপুরে ফরহাদ হোসেনে মেয়ে ফাতিয়া ফারহানা বাদী হয়ে থানায় মামলা করেন।
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে পীর ইসহাক আলীকে আটক করে পুলিশ। দিনাজপুর থেকে আটক হয় আরো ২জন ।
পুলিশ বলছে, শিগিরই এই হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হবে।
আটক ইসহাকের মুরিদ ছিলেন নিহত ফরহাদ চৌধুরী। পরে তিনি নিজেই বোচাগঞ্জের দৌলায় দরবার শরীফ গড়ে তুলেছিলেন।
আরও পড়ুন