ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দুই দিনে ৫৬ কোটির ঘরে পদ্মাবত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৫, ২৭ জানুয়ারি ২০১৮

নানা জটিলতা অতিক্রম করে ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ হয়ে পর্দায় আসলো সঞ্জয় লীলা বানসালির এই ছবিটি। ইতিমধ্যে ছবিটি রেকর্ড গড়ে ফেলেছে। ১৯০ কোটি রুপিতে নির্মিত ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে আয় করেছে ৩২ কোটি রুপি। এই নিয়ে দুই দিনে ছবিটির আয় দাঁড়াল ৫৬ কোটি (এর মধ্যে বুধবার স্পেশাল স্ক্রিনিংয়ের হিসেব সংযুক্ত)।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক ট্যুইট বার্তায় এই তথ্যগুলো দিয়েছেন। তার মতে, শুধু দেশে নয়, বিদেশেও ভালো ব্যবসা করছে পদ্মাবত।

এছাড়া, আরেকটি ট্যুইটের মাধ্যমে বিদেশে আয়ের হিসেব দিয়েছেন তরণ, সেই হিসেব অনুযায়ী পদ্মাবত যুক্তরাজ্যে দুই কোটি, জার্মানিতে ৫২ লাখ, অস্ট্রেলিয়াতে চার কোটি এবং নিউজিল্যান্ডে ৭৬ লাখ রুপি ব্যবসা করেছে।

নানা হুমকির পরও ‘পদ্মাবত’র এই অভাবনীয় সাফল্যে দারুণ উচ্ছ্বসিত পুরো পদ্মাবত টিম। এই ছবির অনেক বড় বাণিজ্যের সম্ভাবনা তাদের আনন্দিত করছে।

এদিকে `পদ্মাবত` সিনেমার মুক্তি ঘিরে রাজপুত কারনি সেনাদের  আত্মমর্যাদায় আঘাত করেছে। সেই জন্য তারা উদয়পুর, জয়পুর, রাজস্থানসহ একধিক জায়গায় বিক্ষোভ শুরু করে। চলছে ‘পদ্মাবত’ বিরোধী আন্দোলন। 

 

এসি/এসএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি