ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

দুদকের নতুন মহাপরিচালক মোস্তফা জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ৩০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মহাপরিচালক (ডিজি) হিসেবে আবু হেনা মোস্তফা জামানকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুদকের মহাপরিচালক হিসেবে পদায়নের জন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি