ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্গম এলাকায় প্রথমবারের মতো কোনো সরকার প্রধান হিসেবে ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৩:১৭, ১৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

নেত্রকোনোর খালিয়াঝুরির দুর্গম এলাকায় প্রথমবারের মতো কোনো সরকার প্রধান হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রমে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে খালিয়াজুড়ি কলেজ মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা। অসময়ের বন্যায় নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ। এরমধ্যে হাওড়বেষ্টিত ৬টি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব এলাকায় তলিয়ে যায় মাঠের ফসল। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে খালিয়াজুড়ির দুর্গম এলাকায় আসেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো কোনো সরকার প্রধানকে পেয়ে আবারও ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে দুর্গত অঞ্চলের মানুষরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি