ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দুর্গাপূজা: ইটিভির ফোনোলাইভ কনসার্টে আসছেন খায়রুল ও সান্তনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

প্রতিবারের মতো এবার দুর্গাপূজায় নানা আয়োজন থাকছে একুশে টেলিভিশনে। 

এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় আয়োজন ফোনোলাইভ স্টুডিও কনসার্টের প্রথম প্রচারিত হবে পূজার ষষ্ঠীতে শনিবার রাত সাড়ে ১১টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।

এই পর্বে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী ও সান্তনা মণ্ডল।

তরুণ কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী ২০১৫ সালে ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ। 

এরপর থেকেই বিস্তৃত হতে থাকে তার গানের জগত। বিভিন্ন স্টেজ শো এবং টেলিভিশন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন খায়রুল। কণ্ঠশিল্পী পরিচয়ের পাশাপাশ তিনি একাধারে গীতিকার এবং সুরকারও।

অন্যদিকে সান্তনা মণ্ডল বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডলের মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে স্নাতকোত্তর সান্তনার গানে হাতেখড়ি পরিবার থেকেই।

অনুষ্ঠানে দর্শক পছন্দের গানের অনুরোধের পাশাপাশি শিল্পীদের সঙ্গে টেলিফোনে সরাসরি কথাও বলতে পারবেন।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি