দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
প্রকাশিত : ০৮:৪৩, ৭ নভেম্বর ২০১৮

ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার নাসির হোসেন চৌধুরী।
তিনি জানান, ঘন কুশায়ার কারণে ফেরির মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে পাটুরিয়া ঘাট এলাকায় আটটি, দৌলতদিয়ায় চারটি এবং মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকা পড়েছে।
এসএ/
আরও পড়ুন