ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

দুর্যোগ মোকাবেলায় বরিশালে কন্ট্রোল রুম খোলা হচ্ছে

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ২৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১০:৫৪, ২৪ অক্টোবর ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বরিশালে। জেলায় প্রায় তিন লাখ মানুষের আশ্রয়ের জন্য কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেখানে ২ লাখ ৬৮ লাখ ৯৯০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (শুকনা খাবার, সুপেয় পানি),মোমবাতি, ঔষধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। 

উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন-সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। 

জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে। 

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবেলায় ও জরুরি সেবায় রেড ক্রিসেন্ট, সিপিপি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি