ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

‘দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার সব সময় প্রস্তুত’

প্রকাশিত : ১৬:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার সব সময় প্রস্তুত রয়েছেন।

রোববার সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপিতে) নার্সদের জন্য আলসার প্রতিরোধ বিষয়ক  আন্তর্জাতিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। ইজতেমা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।

সেমিনারে দেশের প্রায় এক’শটি সরকারী হাসপাতালের ১০০ জন নার্স অংশগ্রহণ করেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর, সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি