ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস আজ

দূষিত বায়ূর শহরের তালিকায় ঢাকা (ভিডিও)

প্রকাশিত : ১৫:৩৬, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

 

বায়ূদূষণ রোধে ইটভাটাগুলোকে পরিবেশসম্মত করার পাশাপাশি দূষণ ছড়ানো কলকারখানাগুলোকে নিয়মের মধ্যে আনার পরিকল্পনা করছে সরকার। বিশ^ পরিবেশ দিবসে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন জানিয়েছেন, দূষণ রোধ করে নির্মল বায়ূ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনা আছে

বিশ্বের প্রথম ১০টি দূষিত বায়ূর শহরের তালিকায় আছে রাজধানী ঢাকা। এরফলে বাড়ছে শ্বাসকষ্ট, অলার্জি, ক্যান্সারসহ নানা জটিল রোগ।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা ইপিএর সবশেষ প্রতিবেদন বলছে, বায়ূ দূষণজনিত নানা রোগে বাংলাদেশে  বছরে ১ লাখ ২২ হাজার  ৪০০ মানুষের মৃত্যু হচ্ছে।

এবার বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘সবুজ গাছ নির্মল বায়ু, কমবে দুষণ বাড়বে আয়ু’। তাই বায়ূ দূষণকে জটিল সমস্যাই মানছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী। মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। তিনি জানান, ঢাকার আশপাশ থেকে ইটভাটাগুলো সরিয়ে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

দূষণ ছড়ানো কল কারখানাকে নিয়মের মধ্যে আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। গাড়ির কালো ধোঁয়া রোধে উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন তিনি ।

 

গ্রিন হাউস গ্যাস, ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস, কলকারখানার বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রনে এনে বায়ূর মান ঠিক করার কর্মপরিকল্পনা সরকারের আছে বলেও জানান মন্ত্রী।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি