ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে শ্রমিকদের পরিশ্রমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১১ মে ২০১৭ | আপডেট: ১৮:১৮, ১১ মে ২০১৭

Ekushey Television Ltd.

শ্রমিকদের পরিশ্রমে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের এই ধারায় শ্রমিকদের অবদান অস্বীকার করার কোন উপায় নেই।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে এ’কথা বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। সরকার শ্রমিকদের কল্যাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের অগ্রযাত্রা অব্যহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে সংগঠনের সভাপতি সাইদুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি