ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দেশে করোনাভাইরাস শনাক্তের ২৪৮তম দিনে নমুনা পরীক্ষার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে এবং এসময়ে বেড়েছে সুস্থতার হার।

গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্তে ২৫ লাখ ১ হাজার ৮০০ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ০৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৭ দশমিক ১২ শতাংশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৫২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। গতকালের চেয়ে আজ ২২ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮০ দশমিক ৬৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৬ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ১৯ জন। এখন পর্যন্ত দেশে এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ১৪০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ৭ নভেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৬৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ৬৮৭ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ২৮১টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১১২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৫২৪ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৫৮৮টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি