দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান ঈদ জামায়াতের জন্য প্রস্তুত (ভিডিও)
প্রকাশিত : ১০:২৯, ৪ জুন ২০১৯ | আপডেট: ১০:৩০, ৪ জুন ২০১৯

দেশের বৃহত্তম ঈদ জামায়াতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। নিরাপত্তায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু সাথে না আনতে অনুরোধ মাইকিং করা হয়েছে। পুরোমাঠ ও আশেপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার ১৯২তম ঈদুল ফিতরের জামায়াতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান আল্লামা মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ। এরইমধ্যে মাঠের দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম করা, ওজুখানা তৈরি, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ঈদজামাত আয়োজনের সব প্রস্তুতিই শেষ হয়েছে।
শান্তিপূর্ণভাবে ঈদ জামায়াত আয়োজনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও একযোগে কাজ করছেন। ঈদের আগে ও পরে দুর থেকে আসা মুসল্লিদের আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
ঈদগাহ মাঠ ঘিরে নেয়া হয়েছে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
ঈদজামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ।
দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ ঈদগাহ শোলাকিয়া ঈদগাহটির প্রয়োজনীয় সংস্কার করার দাবি স্থানীয়দের।
আরও পড়ুন