ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

দেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছি: নৃত্য পরিচালক সাইফুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৪ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২০:৩২, ৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি বলেছেন নৃত্য পরিচালক ও ঢাকা ললিতকলা একাডেমীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

তিনি বলেন, দেশের সংস্কৃতিকে বিকশিত করতে ২০১২ সালের ১০ই ফেব্রেুয়ারি প্রতিষ্ঠা করেছিলাম ঢাকা ললিতকলা একাডেমী। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। চেষ্টা করছি আরও ভালো কিছু করার।

তিনি বলেন, আমার নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ফেরদৌস, ওমর সানী, পপি, আঁচল, ইমন, নিরবসহ অসংখ্যা শিল্পী। আমার প্রতিষ্ঠান থেকেও প্রতিনিয়ত অসংখ্যা প্রতিভা বের হচ্ছে। এবং আমরা নানা মাধ্যমে পারফর্ম করে যাচ্ছি।

২০১৩ সালে এটিএন বাংলায় প্রচারিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সিটি তারকা অনুষ্ঠানে শীর্ষ পাঁচে অবস্থান করে দর্শকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরেন সাইফুল ইসলাম।

নাচের প্রশিক্ষক হিসেবে শুরু করলেও কুমিল্লা জেলার কুসুমপুর গ্রামের সেই ছেলেটি ছোট্টবেলা থেকেই ভীষণ স্বপ্নদ্রষ্টা, সেই স্বপ্নের তাড়না থেকেই কঠোর অধ্যবসায় এবং নিজ প্রচেষ্টায় ‘সংস্কৃতিতে বিকশিত হোক তোমার জীবন’ এই মূলমন্ত্র উপজীব্য করেই প্রতিষ্ঠা করেন ঢাকা ললিতকলা একাডেমী। 

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সূচনালগ্ন থেকেই। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিকভাবে নাচের প্রতিভার দ্যূতি ছড়িয়েছেন সবর্ত্রই, সাইফুল ইসলামের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ছাড়াও শিরীন শিলা, তমা মির্জা, মিস্টি জান্নাত, নিঝুম রুবিনা, হিমি, সিনথিয়া, সানজু জন, লাবণ্য, লারা লোটাস, লিখন-নাদিয়া ছাড়াও ওপার বাংলার ঋতুপর্ণা সহ অনেক তারকা। অনুষ্ঠান পরিকল্পক এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এটিএন বাংলার আর্ট অব ডান্স এবং মাইটিভির ডান্স ফর ইউ অনুষ্ঠানে।

এটিএন বাংলার মাধ্যমে যাত্রা শুরু করলেও বাংলাদেশ টেলিভিশন, একুশে টেলিভিশন, এনটিভি, চ্যানেল আই, মাইটিভিসহ বর্তমানে দেশের প্রায় সকল শীর্ষ স্থানীয় টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সাইফুল ইসলামের ঢাকা ললিতকলা একাডেমী, অংশগ্রহণ করেছে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে।

এছাড়াও নৃত্য পরিচালনা এবং পরিবেশন করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯, বাংলাদেশ মৎসজীবীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ এ।

সম্প্রতি নৃত্য পরিচালনা এবং পরিবেশন করেছেন গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এ, যেখানে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহী অংশগ্রহণ করেন।

ইতিমধ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা ললিতকলা একাডেমীর একটি পরিবেশনা উপভোগ করে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেন। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি