ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

দেশের সব নদী ও জলাধার পূর্ণ খননের উদ্যোগ

প্রকাশিত : ২১:০৭, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২১:০৭, ২১ মার্চ ২০১৭

পানি সংকট নিরসনে দেশের সব নদী ও জলাধার পূর্ণ খননের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিশ্ব পানি দিবসের সেমিনারে তিনি আরো বলেন, পানির সমস্যা সমাধানের জন্য প্রাকৃতিক জলাধারগুলো রক্ষার উদ্যোগ নিতে হবে। কেউ যেন জলাদার দখল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার জানিয়ে মন্ত্রী বলেন, দেশের নদীগুলো পূর্ণ খনন করতে পারলে পানির ধারা রক্ষা হবে। আলোচনা সভায় বক্তারা, ঢাকা শহরে পানির অপচয় রোধ করতে নগরবাসির প্রতি আহবান জানান।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি