ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দোরাইস্বামী সেপ্টেম্বরের শেষে ভারতীয় হাই কমিশনার হিসেবে যোগ দেবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২১:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় তার নতুন কার্যালয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র আজ এ কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, দোরাইস্বামী, যিনি রিভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হবেন, তিনি এই মাসের শেষের দিকে ভারতীয় হাই কমিশনার হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

রিভা গাঙ্গুলী দাস গত বছরের ১ মার্চ বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। এক বছরের ও বেশি সময় ঢাকায় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে নয়া দিল্লী ফিরে যাবেন।

দোরাইস্বামী, ১৯৯২ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা বিভাগের যুগ্ম সচিব ছিলেন।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি