ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা:

প্রকাশিত : ১৭:০৯, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় এ্যানি আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ্যানির বাবার থেকে লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ। মৃত এ্যানি আক্তার উপজেলার উত্তর শিমুলিয়া এলাকার আলম মোল্লা ও রেহানা দম্পতির মেয়ে।

এ্যানির বাবা আলম মোল্লা জানান, আমরা কেউ বাড়িতে ছিলাম না। সকাল ১০টায় বাড়িতে ফিরে এসে দেখি এ্যানি সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে যায়। এ্যানির সাথে স্বামীর বা অন্য কারও সাথে কোন ঝগড়া ছিল না বলে জানান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, ৮ বছর আগে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রশিদ মাদবরের ছেলে সৌদি প্রবাসী মো. আক্কাস মাদবরের সাথে এ্যানির বিয়ে হয়। তাদের আফরোজা আক্তার (৭) নামে কন্যা সন্তান রয়েছে। আফরোজার পড়াশোনার জন্য বাবার বাড়িতেই থাকতো এ্যানি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা পাঠানো হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি