ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ১৮ মে ২০২০

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল- ছবি একুশে টিভি।

দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল- ছবি একুশে টিভি।

ঢাকা থেকে নিজ নিজ আলয়ে ফিরতে শুরু করেছে মানুষ। পাশাপাশি পারাপার হচ্ছে ব্যক্তিগত গাড়িও। কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই পারাপার হচ্ছে এসব মানুষ। আজ (১৮ মে) সকাল থেকেই পাটুরিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি উপচে পড়া ভিড় নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। আর এতে করে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

এছাড়াও রয়েছে দৌলতদিয়া ফেরি ঘাটে পণ্যবাহি ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চাপ। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার এলাকাজুড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে এসব যানবাহনের  সারি। সীমিত আকারে ফেরি চলাচল করায় প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে ৩ থেকে ৪ ঘন্টা সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এতে করে ভোগান্তিতে পড়েছেন চালকেরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহু জানান, শুধুমাত্র এ্যাম্বুলেন্স ও পণ্যবাহি ট্রাক পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে ২টি রোরো (বড়) এবং ২টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করছে। সকাল থেকেই পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে ঘাট এলাকায়। তার ওপর নেমেছে যাত্রীদের ঢল।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি