ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

কর্মস্থলে ফেরা শ্রমিকদের ঢল অব্যাহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ২৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১৭:৫৩, ২৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেই খোলা হয়েছে গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো। ফলে কর্মস্থলে যোগ দিতে গ্রামের বাড়ি থেকে শ্রমিকরা দলে দলে আসছেন গাজীপুরে। পথের ভোগান্তি সহ্য করে পেটের দায়ে তারা নিজ কর্মস্থলে ফিরছেন বলে জানিয়েছেন আগত এসব শ্রমিকরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিন রাস্তার মোড় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের জৈনাবাজার এলাকা দিয়ে গত কয়েক দিনের মতো আজও শ্রমিকরা দলে দলে গাজীপুর এবং ঢাকায় প্রবেশ করছেন। গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে ট্রাক, পিকআপ ও অন্যান্য হালকা যানবাহনে চড়ে শ্রমিকরা আসছেন কর্মস্থলে। যাত্রাপথে সড়ক-মহাসড়কে পুলিশের বাঁধা ও তল্লাশীর মুখে পড়ে তাদের ভেঙে ভেঙে আসতে হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে, গাজীপুর শিল্পাঞ্চলে খুলে দেয়া ৫ শতাধিক কারখানায় কাজে ফিরছেন শ্রমিকরা। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন তারা। করোনা ভাইরাস সুরক্ষায় কারখানার ভেতরে শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থাসহ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে কারখানা কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা।

কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, লকডাউন মানার জন্য মহাসড়কে বসানো চেকপোষ্টে গাড়িগুলোতে তল্লাসী জোরদার করা হয়েছে। কিন্তু শ্রমিকরা অনেক সময় চেকপোষ্টের আগেই নেমে হেঁটে চেকপোষ্ট অতিক্রম করছেন।

গাজীপুর পুলিশের দেয়া তথ্য মতে, জেলায় বর্তমানে বিজিএমইএ-এর ৩০৩টি কারখানাসহ মোট ৫৫৪টি কারখানা খোলা রয়েছে। যার ফলে কর্মস্থলে ফেরা শ্রমিকদের ঢল অব্যাহত রয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি