ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মমুখী মানুষের ভীড়

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩১, ৩০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে চলছে লকডাউন। বন্ধ গণপরিবহন ও লঞ্চ। তবে সীমিত আকারে সচল রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। এই সুযোগে যাত্রীরা কর্মমুখি হচ্ছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটে প্রতিনিয়ত শতশত যাত্রী ঢাকামুখি হচ্ছে। ঢাকা থেকে ফেরতও আসছে অনেক যাত্রী। তবে গত কয়েক দিনের চেয়ে ঢাকামুখি যাত্রী কম দেখা যাচ্ছে। 

এদিকে প্রাইভেটকার ও মাক্রোবাস চলাচল নিশেষ থাকলেও সহজে টিকিট পাওয়ায় অবাদে ফেরি পারাপার হচ্ছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লাহু রনি জানান, পণ্যবাহী ট্রাক নদী পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৬টি ছোট বড় ফেরি পর্যায় ক্রমে চলাচল করছে। 

আরকে//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি