ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ধর্ষণের কথা লুকাতেই পুড়িয়ে হত্যা, মূল আসামী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৮:৩০, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কেরানীগঞ্জের চাঞ্চল্যকর বাক-প্রতিবন্ধী  নারীকে  ধর্ষণের পর পুড়িয়ে হত্যার মামলার মূল আসামী সুজন মিয়াকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ। 

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বাক প্রতিবন্ধী লতা সরকারের সাথে সুজনের ৮/১০ দিনের প্রেমের সম্পর্ক হয়। সে সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্কে।

ঘটনার দিনও তাদের শারিরীক সম্পর্ক হয়। এসময় লতাকে সুজন বিয়ে না করলে ঘটনা ফাঁস করে দেওয়ার কথা জানালে তাকে হত্যার পরিকল্পনা করে সুজন।

সে অনুযায়ী ২৮ নভেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় লতাকে নিয়ে মাথায় আঘাত করে অচেতন করে জামা কাপড়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় সুজন।

পরে তদন্ত টিম ঘটনাস্থলের আলামত, সিসি টিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সুজনকে পটুয়াখালী জেলার কলাপাড়া গ্রেফতার করতে সক্ষম হয়।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি