ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

ধর্ষণের শিকার ৫ পরিবারের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৫, ২৫ আগস্ট ২০১৯

নোয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতসহ বিভিন্ন সময়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পাঁচ নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করেছে। রোববার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, প্রত্যেকটি ঘটনা প্রায় একই সুঁতোয় গাঁথা। বর্তমান চিত্র সবার ক্ষেত্রে একই। ঘটনাগুলোর পর ৭-৮ মাস পার হলেও বেশিরভাগ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র জমা দেয়নি পুলিশ। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে অনেক আসামি। ফলে আসামি ও তাদের লোকজন মামলা তুলে নিতে নির্যাতিতাদের পরিবার-পরিজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। 

বক্তারা আরও বলেন, মামলা তুলে না নিলে বাড়ি-ঘর পুড়িয়ে দেয়াসহ হত্যারও হুমকি দিচ্ছে আসামিরা। এতে নিরাপত্তা হীনতায় ভুগছে নির্যাতিতা ও তাদের পরিবার। 

অন্যদিকে পুলিশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের।

এসময় প্রত্যেকটি মামলার অভিযোগপত্র দাখিল, পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্তপূর্বক দ্রুত বিচার কার্য শুরু করার দাবি জানান বক্তারা। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি