ধামরাইয়ে অবৈধ মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ২২:২৪, ১৩ ডিসেম্বর ২০২৫
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রামে সরকারি খাস খতিয়াভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ঘোড়ামারা বিল ও মোড়া মৌজার বৃহৎ বিল এলাকা থেকে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার চেষ্টা করছে। এসব মাটি স্থানীয় ইটভাটায় বিক্রির পরিকল্পনা করা হয়েছে বলে তারা জানান। এতে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, ১ নম্বর খাস খতিয়াভুক্ত প্রায় ২৯ একর জমি স্থানীয় মানুষের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ সম্পদ। তাই কোনোভাবেই এই বিলের মাটি কাটতে দেওয়া হবে না। অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে বলে জানা গেছে।
এমআর//
আরও পড়ুন










