ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

নওগাঁয় আমন ধান কাটা শুরু (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৬ নভেম্বর ২০১৯

নওগাঁয় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। ফসল তুলতে ব্যস্ত কৃষক-কৃষানী। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে। সরকার ২৬ টাকা কেজি দরে আগাম ধান কেনার ঘোষণাতে খুশি চাষীরা। তবে খোলা বাজারে দাম নিয়ে শঙ্কার কথা জানালেন তারা।
উত্তরাঞ্চলের খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। বর্ষা মৌসুমে বৃষ্টির উপর নির্ভর করে কৃষক আমন ধান চাষাবাদ করে। অগ্রহায়নে কাটা হয় ধান। মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ফসল। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। 
কৃষকরা বলছেন, প্রতি বিঘাতে ফসল উৎপাদন করতে খরচ পড়েছে প্রায় ৮ হাজার টাকা। প্রতি বিঘাতে প্রায় ১৮ থেকে ২০ মণ ফলন হয়েছে। প্রথমে কারেন্ট পোকার আক্রমন দেখা দিলেও কীটনাশক প্রয়োগে রক্ষা পাওয়া গেছে। তবে খোলা বাজারে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, চাল উৎপাদনের হবে প্রায় ৬ লাখ টন ।
ন্যায্য দাম নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্থ হবে কৃষক।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি