ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নওগাঁয় আরও ১৭ জন করোনা আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০০:২০, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ০০:২০, ১৬ জুলাই ২০২০

নওগাঁয় ২ জন স্বাস্থ্যকর্মীসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিযে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৬৯৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ২ স্বাস্থ্যকর্মীসহ ১২ জন, আত্রাই উপজেলায় ও বদলগাছী উপজেলায় ১ জন করে রয়েছে। 

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরও ৮ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫১৩ জন। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
  
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ৭ জন, মান্দা উপজেলায় ৭ জন, বদলগাছি উপজেলায় ২ জন ও পত্নীতলা উপজেলায় ২১ জন। 

এসময় কোয়পারেনটাইন থেকে  ছাড়পত্র দেয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১৩৬০ জন। এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি