ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

নওগাঁয় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা উপজেলায় মো. আনোয়ার (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত খাড়ি (খাল) থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার উপজেলার কইত্তখন্ড সরকার পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। তিনি এলাকায় আনোয়ার ডাকাত নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার সকালে আমন্ত বাজার এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি