ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

নগরীজুড়ে সেহরিতে এখন উৎসবের আমেজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৪ মে ২০১৮ | আপডেট: ১২:৩৫, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

সেহরিতে এখন নগরীজুড়ে উৎসবের আমেজ। তবে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা বেশ অনেক আগে থেকেই জমজমাট থাকে সেহরির সময়। কাচ্চি বিরিয়ানী-তেহারী ছাড়াও এখানে নানান পদের খাবারের সাথে রয়েছে লুচি আর চা।  

নাহ্  মোটেও সন্ধ্যারাত নয়, সেহরির সময় রোজাদারের জন্য বসে আছেন দোকানীরা। গরম গরম খাবার আর বাহারী সব আয়োজন। উৎসব উৎসব আমেজ, নানা বয়সী মানুষের পদচারণায় মুখর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা।

বিহারী ক্যাম্পের মানুষেরা সেহরি হিসাবে ভাতের বদলে লুচি-চা, দুধ আর কাচ্চি, বিরিয়ানী-তেহারি, বট, ফালুদাসহ বিভিন্ন রকম খাবার তালিকায় রাখেন।

সেহরি খেতে এখানে সবাই হোটেলকেই বেছে নিয়ে থাকেন। দলে দলে দেখা যায় তাদের এইসব দোকানগুলোতে।

আছেন বৃদ্ধ-শিশু আর নারীরাও। সেহ্রির শেষ মুহুর্তে শাহী পানে তৃপ্তির ঢেঁকুর তুলছেন কেউ কেউ।

শহরের বিভিন্ন এলাকা থেকেও, অনেকে সেহরি করতে আসেন এখানে।

রমজান মাসব্যাপী মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের সেহরি আর ইফতারের এমন জৌলুস দীর্ঘ ৩২ বছরের পুরোনো বলে জানান এলাকাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি