ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নতুন এক নৃশংসতা দেখালো ডেনমার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৪, ১ জুলাই ২০১৭

বিশ্ববাসীকে নতুন এক নৃশংসতা দেখালো ডেনমার্ক। বার্ষিক রীতি পালনের স্বার্থে বিশ্বের শান্তি পূর্ণ দেশে দেড়শ’রও বেশি তিমি ও ডলফিনের রক্তে লাল হলো ফ্যারো দীপপুঞ্জ ।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘গ্রিনদাদ্রাপ’ নামে একটি বার্ষিক রীতি রয়েছে ফ্যারো দ্বীপপুঞ্জের অধিবাসীদের। ১৫৮৪ সাল থেকে চলে আসা এই রীতিতে তিমি শিকার করে সেটির মাংস খেয়ে থাকেন তারা। ফ্যারোর অধিবাসীদের মূল খাদ্যের উৎসও এই তিমির মাংস। সম্প্রতি ১৫০ থেকে ২০০ তিমির ঝাঁক ফ্যারো দ্বীপপুঞ্জের পাশ দিয়ে যাচ্ছিল। সে সময় সেগুলোকে পাড়ে এনে তোরশভান বিচে হত্যা করা হয়। তিমির রক্তে রঞ্জিত করে ফ্যারোর সমুদ্রের জল।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি