ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

নতুন করের বোঝা ছাড়াই আসছে বাজেট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৭ জুন ২০১৮ | আপডেট: ১২:৫৯, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নতুন করের বোঝা ছাড়াই আসছে নির্বাচনী বছরে প্রায় চার লাখ ৬৪ হাজার ৫শ’ কোটি টাকার বাজেট। থাকছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও। আজ দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

চলতি বছরের চার লাখ ২শ কোটি টাকার বাজেট প্রায় ৬৪ হাজার কোটি টাকা বেড়ে ২০১৮-১৯ অর্থবছরে হচ্ছে ৪ লাখ ৬৪ হাজার ৫শ’৭৩ কোটি টাকায় মতো। বাজেটের সম্ভাব্য আকার নিয়ে এমন ইঙ্গিতই দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া লক্ষ্য থাকছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৭ দশমিক ৮ শতাংশে উন্নীত করার। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, গড় মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশে।

মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এরমধ্যে এনবিআর খাতে ধরা হয়েছে, ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা যা ১৭-১৮ অর্থবছরের  চেয়ে ৭১ হাজার কোটি টাকা বেশী।

বাজেটে আয়ের পাশাপাশি ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার বিশাল উন্নয়ন ব্যয়। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র এর মতো সরকারের অগ্রাধিকার প্রকল্পে আগামী বছর ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে। নতুন এডিপি’র সাড়ে ২৬ শতাংশ বা ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহন খাতে- নির্বাচনী বছর রাস্তাঘাট নির্মানের দিকেই ঝোঁক থাকছে সরকারের। আয়-ব্যয়ের হিসাবে পর ঘাটতি থাকছে প্রায় ১ লাখ ২১ হাজার ২শ’ কোটি টাকা।

আগামী বাজেটে ভ্যাটের স্তর ৯টি থেকে নামিয়ে ৫টি করা হচ্ছে। সর্বোচ্চ ভ্যাট হতে পারে ১৫ শতাংশ। আর করমুক্ত আয়ের সীমা আগের মতোই ২ লাখ ৫০ হাজার টাকায় সীমাবদ্ধ থাকছে।

সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেল অনুযায়ী ৫ শতাংশেরও বেশি হারে বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা থাকছে, বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাও।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি