ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন

Ekushey Television Ltd.

নতুন কারা মহাপরিদর্শক পদে নিয়োগ পেলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে নতুন পদে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকুরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনের চাকুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। 

একইসঙ্গে, ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুল রহমানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগের আদেশও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি