ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নতুন পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:২৪, ৩১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন মাসুদ বিন মোমেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় পূর্ণ সচিবের দায়িত্ব পেলেন।  

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে পররাষ্ট্র সচিব শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় মাসুদ বিন মোমেনকে তার স্থলাভিষিক্ত করা হয়।    

তবে প্রথমে মঙ্গলবার সকালে তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হলেও পরে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়। এর আগে মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেন। তারপর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন মাসুদ বিন মোমেন। তিনি ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমান্ডু মিশন এবং ২০০৮ সালে ইতালি ও ২০১২ সালে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এসি
     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি