ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

নতুন বছরে গানের ভিডিও নিয়ে আসছেন বাবু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তিনি অভিনেতা। সে ভাবেই দর্শক তাকে চেনেন। তবে অভিনেতা ছাড়াও তার আলাদা একটা পরিচয় রয়েছে। অনেকে হয়তো এটা জানেন, আবার কেউ কেউ জানেন না। অভিনয় ছাড়াও গানের মানুষ ফজলুর রহমান বাবু। তার কণ্ঠে অসাধারণ টান পায় দর্শক ও শ্রোতা। এর আগে তার কণ্ঠে উঠে এসেছে অসংখ্য গান। সেই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘ইন্দুবালা’, ‘ইন্দুবালা ২’ ও ‘ইন্দুবালা ৩` নামের তিনটি একক অ্যালবাম।
ভিডিও আকারে এসেছে প্রথম দুই অ্যালবামের স্বনামের গান। এবার আসছে ‌‘ইন্দুবালা ৩’ গানের ভিডিও। নতুন বছরে এটি ইউটিউবে অবমুক্ত করা হবে।
দেলোয়ার আরজুদা শরফের কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হয়েছেন আজিজ ও আদিবা। গানটি নির্মাণ করেছেন সামছুল হুদা। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

এ বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘নাটকের ফাঁকেই গানের কাজ করা হয়। সেভাবেই আমার ‘ইন্দুবালা’ সিরিজটি এসেছে।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি