ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নবাবগঞ্জে আদিবাসী নারীদের ফুটবল টুর্নামেন্ট

নবাবগঞ্জ (দিনাজপুর):

প্রকাশিত : ১৮:২২, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:২৬, ৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী নারীদের আয়োজনে ফাদার কার্লো মেনাপেচ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এমিলিয়া কিন্ডুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা. পারুল বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, ভাদুরিয়া বিট কর্মকর্তা নবীন কুমার ধরো, হরিনাথপুর সরকারি ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান রেজা, সাংবাদিক সাজেদুর রহমান সাগর সহ এমেলিয়া কিন্ডু, সন্ধ্যা পান্না, দিপালী টপ্য, পাওলা কেরকেটা, রুপালী মিনজী স্বরসতী কুজুর, অনিতা তির্কী, রিতা হিগ্যা, মানষী বাকলা, স্বপ্না তিগ্যা, সেলিনা লাকড়া, কাকলী, বেসরা, পুতুল, মরিয়ম হাসদা, কাকলী টপ্য, রুমিনা বেসরা, রিনা মার্ডী, মৌসুমী তিগ্যা, শিউলি টপ্য, দ্বীপা খালকো, মার্গেরিতা টপ্য প্রমুখ।

আলবেরিকুশ খালকো জানান, খিদিরপুর মিশন এলাকার শিক্ষিত নারীরা মাদকমুক্ত সমাজ গড়তে ও নারীদের কর্মক্ষেত্রে উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়কে সামনে নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে নারীরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি