ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

নবাবগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ২৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চৌদ্দ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার এসআই মৃত্যুঞ্জয় কির্তনীয়া জানান, ধর্ষককে গ্রেপ্তারের পর শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার নাম মো. রমজান আলী (৪২)। সে উপজেলার বাহ্রা ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের মৃত আয়নাল মোল্লার ছেলে।

এস আই মৃত্যুঞ্জয় জানান, এই বছরের ১১ মার্চ রমজানের এক প্রতিবেশি তার চৌদ্দ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে রমজানকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং-১৫। ধর্ষণের শিকার ওই কিশোরী আদালতে রমজান তাকে ধর্ষণ করেছেন বলে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার গালিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি