ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নবাবগঞ্জে গাঁজাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ১৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে গাঁজাসহ মো. রাছেল ও মোহন মোল্লা নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার রাতে রাছেলকে তার নিজ বাড়ি উপজেলার গালিমপুর ইউনিয়নের চাঁনহাটি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-রিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, রাছেল এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে গালিমপুর চাঁনহাটি রাছেলের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়। শুক্রবার সকালে রাছেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালাতে পাঠানো হয়েছে।

এছাড়া একদিন রাতে অভিযান চালিয়ে মোহন মোল্লা নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকেও মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি