ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নবাবগঞ্জে বোরো বিজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

প্রকাশিত : ২৩:৪৪, ২ ডিসেম্বর ২০১৮

 

দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধান কাটা শেষ হতে না হতেই বোরো চাষের জন্য বিজতলা তৈরির কাজ শুরু করেছে কৃষক।

উপজেলার ক্ষুদ্র প্রান্তিক শ্রেণির কৃষকেরা জানায়, আমন ধান আশানুরুপ ফলন হয়েছে। একদিকে চলছে ধান মাড়াইয়ের উৎসব অন্যদিকে আগাম বোরো ফসল উৎপাদনের জন্য বিজতলা তৈরির কাজ।

উপজেলার ৯টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, খামার যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে উচ্চ ফলনশীল ও উফশী জাতের ধানের চারা বিজতলায় ফেলছে উৎপাদনের সঙ্গে জড়িত থাকা কৃষকেরা।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও লক্ষ্য মাত্রা নির্ধারনের পত্র তিনি পাননি। তবে বিজতলা তৈরি কাজে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে ইউনিয়ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ।

কেআই/ এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি