ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

নবাবগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশিত : ২০:৫০, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১২টায় উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান।

জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ১৯৬৯-এ আমি নবম শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধুকে গ্রেফতারের খবর শুনে স্কুলের সহপাঠিদের নিয়ে রাস্তায় নেমেছিলাম। খাকি পোশাক পড়া পাক পুলিশ আমাকে ধরে মামলা দিয়েছিল। আদালতে নেওয়া হলে বিচারক আমাকে কাঠগড়ায় দেখতে পাচ্ছিলেন না। বিচারক আমায় অপ্রাপ্ত বয়সী দেখে তখনই জামিন দেন এবং মামলা থেকে অব্যাহতি দেন। ছাড়া পেয়ে প্রতিজ্ঞা করেছিলাম- “আমাকে রাজনীতির উচ্চ শিখরে পৌছতেই হবে”। জননেত্রী শেখ হাসিনা আমার ইচ্ছা পূরণ করেছেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু।

উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ডা. বাবুল মিয়া, ঢাকা জেলা যুবলীগের য্গ্মু সাধারণ সম্পাদক আকমল হোসেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক স্বপন ভৌমিক প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি