ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪

নবীন ও প্রবীনের সমন্বয়ে কাউন্সিল হতে যাচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৬:১৪, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১৪, ১১ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নবীন ও প্রবীনের সমন্বয়ে এবারের কাউন্সিল হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর সোহওয়াদী উদ্যানে দলের জাতীয় সম্মেলনের প্রস্তুতি পরির্দশন শেষে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই কাউন্সিলে পদ বন্টন করা হবে। দলে পদ পাওয়া নিয়ে নিজেদের মধ্যে কোনো কোন্দল নেই বলে জানান ওবায়দুল কাদের। এবারের কাউন্সিলে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে পদ দেয়া হতে পারে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি