ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ শিক্ষার্থীর সকলেই মুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২ মার্চ ২০২১

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বোর্ডিং স্কুল থেকে অপহৃত ২৭৯ ছাত্রীর সকলকে মুুক্তি দেয়া হয়েছে। তারা এখন সরকারের আশ্রয়ে রয়েছে। মঙ্গলবার স্থানীয় গভর্নর এ কথা জানান।

জামফারা রাজ্যের গভর্ণর ড. বেলো মাতাওয়ালে এএফপি’র একজন সাংবাদিককে বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সকল ছাত্রী এখন মুক্ত। তারা সকলে সরকারি ভবনে এসে পৌঁছেছে। সকলেই ভালো আছে।

এর আগে কর্তৃপক্ষ বলেছিল, প্রত্যন্ত জাঙ্গিবি গ্রামের একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুক্রবার শত শত বন্দুকধারী এসে ৩১৭ জন শিক্ষার্থীকে অপহরণ করে।

তবে গভর্ণর জানান, অপহৃত ছাত্রীর সংখ্যা ২৭৯ জন।

সরকারি কর্মকর্তারা অপহরণকারীদের সাথে আলোচনা করে এসব ছাত্রীর মুক্তির ব্যবস্থা করে।

উল্লেখ্য, গত তিন মাসেরও কম সময়ের মধ্যে নাইজেরিয়ায় গণহারে শিক্ষার্থীর অপহরণের ঘটনা ঘটে। এর ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি