ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৫ অক্টোবর ২০২১ | আপডেট: ০৯:১০, ২৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে জানানো হয়েছে গেল শুক্রবার ওই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

নাইজেরিয়ার তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে অবৈধ শোধনাগার থাকার বিষয়টি নতুন নয়। সেখানে অপরিশোধিত জ্বালানি তেল ড্রামে উত্তপ্ত করে শোধন করা হয়, যা খুবই বিপজ্জনক।

এ অবস্থাতে সেখানে স্থানীয় দরিদ্র বাসিন্দারা পাইপলাইন থেকে তেল চুরি করে বিক্রি করেন।

বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।  

আফ্রিকার সবচেয়ে বড় তেল রফতানিকারক নাইজেরিয়া। দেশটির বিভিন্ন তেল শোধনাগারের পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা নতুন নয়। এ কারণে প্রতিদিন দেশটি গড়ে প্রায় ২ হাজার ব্যারেল তেল হারায় বলেও তথ্য রয়েছে। যা দেশটির উৎপাদনের ১০ শতাংশের বেশি। তেল চুরি এবং পাইপলাইন নষ্টের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়ে থাকে।

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি