নাঈম-মৌরির বৃষ্টির রঙে ভালোবাসা
প্রকাশিত : ১১:৪৫, ৩১ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:২০, ৩১ অক্টোবর ২০১৮
সময়ের দর্শক নন্দিত নাট্যাভিনেতা নাঈম। আধুনিক নাটকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। দর্শকরা তাঁর নাটক গ্রহণ করছে আগ্রহ নিয়েই।
অন্যতিকে সুদর্শনী মৌরি সেলিমও নাটকে নাম কুড়িয়েছেন। প্রেমের নাটকে তাঁর জুড়ি নেই। এই দুই অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এক ফ্রেমে।
‘বৃষ্টির রঙে ভালোবাসা’ নামে একটি খণ্ড নাটকে কাজ করছেন তাঁরা। সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের এ নাটকে নাঈমকে দেখা যাবে অদ্ভুত এক প্রেমিকের চরিত্রে।
নাটকটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু এবং পরিচালনা করেছেন মানিক। এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, ‘নাটকটির গল্প বলা যায় অনেকটা ত্রিভুজ প্রেমের। বেশ নাটকীয়তা আছে। অভিনয় করতেও বেশ ভালো লাগছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
মৌরি সেলিম বলেন, ‘নাটকে আমার প্রেম নাঈমের সঙ্গে থাকলেও বিয়ে হয় অন্যের সঙ্গে। এ জন্য নাঈম অনেকটা দুর্বল হয়ে পড়ে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ নাটকটি শিগগিরই জি টিভিতে প্রচার করা হবে বলে পরিচালক জানান।
/ এআর /










